জমি নিয়ে বিরোধের জেরে সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁও গ্রামের এক বিধবা নারীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে স্থানীয় এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার শিকার হওয়া মাহমুদা আক্তারের সঙ্গে জমি নিয়ে ইউপি সদস্য মোর্শেদা আক্তারের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। গত সোমবার তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জেরে মোর্শেদা আক্তারের নেতৃত্বে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় মাহমুদাকে। পরে তাঁকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত মাহমুদা আক্তার বলেন, ‘জমি নিয়ে বিরোধের জের ধরেই মোর্শেদাও তাঁর লোকজন আমাকে কুপিয়ে আহত করেছে।’
অপর দিকে অভিযুক্ত মোর্শেদা আক্তার বলেন, ‘তাঁরাই প্রথমে আমাদের উত্তেজিত করেছে।’