ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত বাংলাদেশিদের স্পুটনিক ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নকারী রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘রোসাটমের’ প্রকৌশল শাখা এটমস্ত্রয়েক্সপোর্ট (এএসই) সাড়ে ৩ হাজার ডোজ স্পুটনিক ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করে। এর আগে আরও ১ হাজার ৭০০ বাংলাদেশিকে এই টিকা দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার রোসাটমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এটমস্ত্রয়েক্সপোর্টের নিজস্ব তহবিল থেকে সাড়ে ৩ হাজার ডোজ ভ্যাকসিন কিনে রূপপুর প্রকল্পে পাঠানো হয়। এরপর প্রকল্পে কর্মরত বাংলাদেশিদের জন্য টিকাদান কর্মসূচি সম্পন্ন হয়।