মহান বিজয় দিবস উদ্বোধনের সময় বগুড়া জেলা প্রশাসনের ওড়ানো বেলুন পাওয়া গেল ফুলপুর উপজেলায়। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ইমাদপুর গ্রামের সাংবাদিক নুরুল আমিনের বাড়িতে পড়ে সেটি।
লাল, সবুজ, কমলাসহ নানা রঙের বেলুন এসে পড়ার খবর ছড়িয়ে পড়লে মানুষ একনজর দেখতে ওই বাড়িতে ভিড় জমান বলে জানা গেছে।
সাংবাদিক নুরুল আমিন বলেন, বেলা ১১টার দিকে বেলুন পড়ার খবর শুনে বাড়ি যাই। গিয়ে দেখি একটি মেয়ে বগুড়া জেলা প্রশাসনের ওড়ানো এক গুচ্ছ বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে।
এ খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ বেলুনটি এক নজর দেখার জন্য বাড়িতে ভিড় জমান জানিয়ে নুরুল আমি বলেন, বিজয় দিবসে এটি এলাকাবাসীর জন্য আনন্দের মুহূর্ত।