Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

দগ্ধদের চিকিৎসায় ওষুধ দিলেন সাংসদ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

দগ্ধদের চিকিৎসায় ওষুধ দিলেন সাংসদ

বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ অভিযান-১০ এ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত রোগীদের চিকিৎসায় ওষুধ দিয়েছেন বরগুনা-৩১৫ সংরক্ষিত আসনের সাংসদ সুলতানা নাদিরা। গতকাল রোববার দুপুরে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) এর পরিচালক ডাক্তার এইচ এম সাইফুল ইসলামের হাতে ওষুধ তুলে দেন সুলতানা নাদিরা।

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত রোগীদের চিকিৎসা চলছে বরিশাল বিভাগের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল শেবাচিমে। কিন্তু প্রয়োজনীয় ওষুধের সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যবহৃত হচ্ছিল। দগ্ধ রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ হাসপাতালে ছিল না। এ ছাড়া অতিরিক্ত মূল্যসহ আহত রোগীদের সেবার ক্ষেত্রে চরম সংকট তৈরি হয়। গত শনিবার আহত রোগীদের দেখতে গিয়ে স্বজনদের কাছ থেকে এমন কথা শোনেন সাংসদ সুলতানা নাদিরা। তিনি ব্যক্তিগত উদ্যোগে ৪২ কার্টনে বিভিন্ন প্রকারের ২ হাজার ২০০ পিছ ওষুধ দেন।

সাংসদ নাদিরা সুলতানা বলেন, অভিযান-১০ এর বেশির ভাগ যাত্রী ছিল বরগুনার বিভিন্ন এলাকার। তারা আমার আসনের মানুষ। তাদের বিপদে আমি পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। আহত ও নিহতদের পরিবারের সঙ্গে সরাসরি গিয়ে দেখা করেছি। আমি তাদের সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছি।

শেবাচিমের পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ৮২ জন রোগী ভর্তি আছেন। আশা করছি রোগীদের সেবায় এই ওষুধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ