হোম > ছাপা সংস্করণ

ম্যান সিটিকে ভয় পাচ্ছেন না ক্রুস

ক্রীড়া ডেস্ক

লা লিগা ধরে রাখা সম্ভব হচ্ছে না। তবে রিয়াল মাদ্রিদ সেই দুঃখ কিছুটা ভুলেছে ওসাসুনাকে হারিয়ে ৯ বছর পর কোপা দেল রে জিতে। লস ব্লাঙ্কোসদের এবার চোখ চ্যাম্পিয়নস লিগ ধরে রাখার দিকে। কোপা দেল রে জয়ের আনন্দের রেশ তরতাজা থাকতেই আরেকটি বড় পরীক্ষায় নামছে কার্লো আনচেলত্তির দল।

আজ নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের শেষ চারের প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে আতিথেয়তা দেবে রিয়াল। ওসাসুনার বিপক্ষে জয়ের পর আনচেলত্তি জানিয়েছিলেন, নিজেদের সমর্থকদের সামনে খেলা হওয়ায় ১১ জনের সিটির বিপক্ষে খেলবে ১২ জনের রিয়াল।

গতকাল ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টনি ক্রুসও এগিয়ে রাখলেন লস ব্লাঙ্কাসদের। বার্নাব্যুর জার্মান মিডফিল্ডার খোঁচাও দিয়েছেন ইংলিশ কিংবদন্তি ওয়েইন রুনিকে। সিটি শত্রু ক্লাব হলেও হয়তো ইংরেজ জাত্যাভিমান থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড দাবি করেছিলেন, এই ম্যাচে ম্যানসিটির সঙ্গে রিয়ালের কোনো তুলনা চলে না!

স্বাভাবিকভাবে এমন তুলনা পছন্দ হয়নি ক্রুসের। স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি জানিয়েছেন, রুনি একই কথা গত বছরও বলেছিল। প্রথম লেগে নিজেদের মাঠ ইতিহাদে ৪-৩ গোলে জিতলেও মাদ্রিদ সফরে ৩-১ গোলে হারে পেপ গার্দিওলার দল।

চলতি মৌসুমে ট্রেবল জয়ের স্বপ্ন দেখছে সিটি। এর আগে গার্দিওলার অধীন প্রিমিয়ার লিগ জিতলেও একটি ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট পরতে অধীর অপেক্ষায় থাকা সিটিজেনদের গত বছরের হৃদয় ভাঙার দুঃসহ স্মৃতিই যেন রুনিকে মনে করিয়ে দিলেন ক্রুস, ‘তারা এক বা দুই বছর আগেও বলেছিল। কেউ ভাবেনি আমরা জিতব, তবে আমরা জিতেছি। রুনিও না ভাবা মানুষের একজন।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন