সাতক্ষীরার দেবহাটা উপজেলার গাজীরহাট বাজারে চিংড়ি ও অন্যান্য মাছে জেলি পুশ করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এডিএম ও উপজেলা নিবার্হী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এ অভিযান পরিচালনা করেন।
এ সময় অভিযানে গাজীরহাট বাজারের ৫টি চিংড়ি মাছের আড়তে জেলি, ওলোটকম্বল ইত্যাদি অপদ্রব্য পুশ করার সময় চিংড়ী মাছসহ এই কাজে জড়িত প্রতিষ্ঠানের মালিককে আটক করা হয়। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রিট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি প্রতিষ্ঠানের মালিককে দুই মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
এ ছাড়া অপর আরও তিনটি প্রতিষ্ঠানের মালিককে ভোক্তা অধিকার আইনে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। আর অপদ্রব্য মেশানো জব্দ করা মাছগুলো জনসমক্ষে বিনষ্ট করা হয়। অভিযানে সাতক্ষীরা র্যাবের একটি টিম সার্বিক সহযোগিতা করে।