নিজস্ব প্রতিবেদক, সিলেট
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সিলেটের বিশ্বনাথ পৌরসভা, ওসমানীনগর ও গোয়াইনঘাট উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।
স্থানীয় সরকারের নির্বাচনে দুই উপজেলায় আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হলেও পৌরসভায় বিদ্রোহী প্রার্থীর কাছে দলের প্রার্থীর পরাজয় হয়েছে। এ ছাড়া চারটি ইউনিয়ন পরিষদের তিনটিতেই আওয়ামী লীগের প্রার্থীরা পরাজিত হয়েছেন। মাত্র একটিতে দলীয় প্রার্থী বিজয়ী হন। ফলে ক্ষমতাসীন দল নিজেদের বিদ্রোহীদের কাছে ভোটের মাঠে ধরাশায়ী হয়েছেন।
এমনকি জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর এলাকা বিশ্বনাথ পৌরসভায়ও দলের প্রার্থীর পরাজয় হয়েছে। ৫ হাজার ২৫১ ভোটের ব্যবধানে আওয়ামী লীগে প্রার্থীকে পরাজিত করে বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন দুবারের সাবেক উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুহিবুর রহমান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ ‘নৌকা’ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৬৩ ভোট।
জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর এলাকায় নৌকার পরাজয়কে ভালোভাবে দেখছেন না দলের নেতা-কর্মীরা। তবে নৌকার প্রার্থী ফারুক আহমদ আনোয়ারুজ্জামান চৌধুরী বলয়ের নেতা হওয়ায় এমনটি হয়েছে বলে মনে করছেন দলের সিনিয়র নেতারা।
বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান। ওসমানীনগর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন আওয়ামী লীগে প্রার্থী শামীম আহমদ।
এদিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আকমল হোসেন।
গোয়াইনঘাটের চারটি ইউপির মধ্যে একটিতে আওয়ামী লীগ ও তিনটিতে জিতেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা।