আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘জিয়া যে বঙ্গবন্ধুর খুনি, তা প্রমাণের জন্য রকেট সায়েন্সের প্রয়োজন নেই। বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া কোনো মামলা করতে দেননি। জিয়া কোনো বিচার করেননি; বরং বঙ্গবন্ধুর খুনিদের বিলাসী জীবনের ব্যবস্থা করেছেন।’
গতকাল মঙ্গলবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘শোকের আগস্ট, শপথের আগস্ট’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় আইনমন্ত্রী এসব কথা বলেন।
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী ওমর সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান ও বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক।