হোম > ছাপা সংস্করণ

মেয়র চেয়ার ফাঁকা, ক্ষেতলালে সেবা পাচ্ছেন না পৌরবাসী

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভায় নতুন মেয়র শপথ না নেওয়ায় দুই সপ্তাহ ধরে পৌরসভার সব কার্যক্রম বন্ধ আছে। এতে হয়রানির শিকার হচ্ছেন পৌরবাসী। জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ, কর্মচারী- কর্মকর্তাদের বেতন না হওয়াসহ বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা।

পৌরসভার অফিস সূত্রে জানা গেছে, ক্ষেতলাল পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত জুলাই মাসের ২৭ তারিখে। ২৮ জুলাই সাবেক মেয়র সিরাজুল ইসলাম বুলুর পাঁচ বছর মেয়াদ পূর্ণ হয়েছে। নতুন গেজেট অনুযায়ী পাঁচ বছর মেয়াদ পূর্ণ হলে আগের মেয়র ওই চেয়ারে আর বসতে পারবেন না। সেই কারণে তিনি পৌরসভায় যাননি এবং কোনো কাগজপত্রে স্বাক্ষর করেননি।

এদিকে গত ২৭ জুলাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া মেয়র সিরাজুল ইসলাম সরদার শপথ না নেওয়ার কারণে তিনিও চেয়ারে বসতে পারেননি। এ কারণে পৌরসভার সব কার্যক্রম বন্ধ আছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পৌরসভায় গিয়ে দেখা গেছে, কুড়লগাড়ি মহল্লার ৭০ বছরের সুজাউল ইসলাম নাগরিকত্ব সনদপত্র নেওয়ার জন্য ঘোরাঘুরি করছেন। তিনি বলেন, ‘চিকিৎসার জন্য ভারতে যাব। ভিসা নেওয়ার জন্য নাগরিকত্ব সনদপত্র দরকার। কয়েক দিন ধরে ঘুরছি, নাগরিকত্ব সনদপত্র পাচ্ছি না।’

পৌর সদরের ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, ‘আমার নিজের, ছেলে, মেয়ের জন্মনিবন্ধন ডিজিটাল করার জন্য এক সপ্তাহ যাবৎ ঘুরছি। কিন্তু পৌরসভায় কোনো কাজ হচ্ছে না।’

আমিনুর রহমান নামের এক ব্যবসায়ী বলেন, ‘ব্যবসাভিত্তিক ট্রেড লাইসেন্সের জন্য এসেছিলাম। কিন্তু কোনো মেয়র না থাকায় তা পাওয়া যায়নি।’

পৌরসভার রামপুরা মহল্লার বোরহান উদ্দিন বলেন, ‘ওয়ারিশান সনদের জন্য এসেছিলাম, জমি খারিজের জন্য দরকার। মেয়র না থাকায় তা পাওয়া গেল না।’

জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছার রহমান আজকের পত্রিকাকে বলেন, ভোটে নির্বাচিত প্রার্থীদের নামের গেজেট হবে এবং তারপর শপথ গ্রহণ হলে এ সমস্যার সমাধান হবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন