আজ রোববার বরুড়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। ইউপিগুলোর ৯২টি কেন্দ্রের ভোটগ্রহণ করা হবে। এ দিন নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ৫২৯ জন সদস্য মোতায়েন থাকবেন।
গতকাল শনিবার বরুড়া সরকারি কলেজ মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে ভোট সুষ্ঠু করতে বিভিন্ন নির্দেশনা দেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে উপজেলায় পৃথকভাবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা করেনি প্রশাসন। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা করছেন, ৯২টি কেন্দ্রের মধ্যে ৪০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। বিশৃঙ্খলা এড়াতে এসব কেন্দ্রে বাড়তি নজর রাখবে প্রশাসন।
গতকালের আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত সদস্যদের জন্য আয়োজিত সভায় জেলা পুলিশ সুপার ফারুক আহমদ উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করা হবে। কোনো সহিংসতা করার সুযোগ দেওয়া হবে না।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, ‘ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা করা হয়নি। আমার কাছে সবগুলো কেন্দ্র ঝুঁকিপূর্ণ আবার শান্তিপূর্ণ মনে হয়।