হোম > ছাপা সংস্করণ

সেবা বাড়াতে ৬ প্রস্তাবনা

যশোর প্রতিনিধি

যশোর সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ছয় দফা প্রস্তাবনা দিয়েছে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল বুধবার দুপুরে আয়োজিত ভার্চুয়াল সভায় এসব প্রস্তাবনা উত্থাপন করা হয়। সভায় যশোরের সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস উপস্থিত ছিলেন।

সনাক যশোরের ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপ পরিচালিত সেবার মান ও ব্যবস্থাপনা বিষয়ক জরিপ ও পর্যবেক্ষণের আলোকে প্রস্তাবনাগুলো তুলে ধরা হয়।

প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে তথ্য বোর্ড ও সিটিজেন চার্টার হালনাগাদ করা। হাসপাতালের একটি ওয়েবসাইট তৈরি করা। অনুমোদিত পদের বিপরীতে শতভাগ চিকিৎসকের পদায়ন নিশ্চিত করা। হাসপাতালে অভিযোগ নিষ্পত্তি কৌশল কার্যকরী করা। নিয়ম বহির্ভূত অর্থ আদায় বন্ধ করা। ব্রেস্ট ফিডিং কর্নার পুনরায় চালু করা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, ‘চিকিৎসা ব্যবস্থা একটি সমন্বিত পদ্ধতি। এখানে চিকিৎসক দিয়ে সব সেবা পাওয়া যাবে না। এর সঙ্গে সিস্টার, ব্রাদার, চিকিৎসক সহকারী সবারই প্রয়োজন আছে।’

সভাপতির বক্তব্যে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান বলেন, ‘টিআইবির প্রস্তাবনাগুলো সময়োচিত এবং প্রশংসাযোগ্য। এগুলো বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি, যা স্বচ্ছতা ও জবাদিহিতা নিশ্চিতকরণে আরও কার্যকর ভূমিকা রাখবে।’

সভায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন সনাক সভাপতি অধ্যাপক সুকুমার দাস। সভা সঞ্চালনা করেন টিআইবি’র আঞ্চলিক সমন্বয়ক মো. আবু উজায়ের। এ সময় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও সনাকের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন