স্থানীয় সাংসদ এইচ এন আশিকুর রহমান বলেছেন, ভবন নির্মাণ করা সহজ কিন্তু সন্তান মানুষ করা কঠিন। আর সবাই মিলে এই কঠিন কাজটিই সফলভাবে সম্পন্ন করতে হবে।
গতকাল শুক্রবার মিঠাপুকুরের দুর্গাপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রে শিশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এ কথা বলেন।
আশিকুর রহমান বলেন, প্রতিটি পরিবারের কাছে সন্তানেরা মূল্যবান সম্পদ। প্রতিটি শিশুর জীবনে প্রথম ১ হাজার দিন হলো গুরুত্বপূর্ণ সময়।
সাংসদ জানান, করোনা পরিস্থিতিতে অনেক পরিবার কর্মহীন হয়ে পড়েছিল, অনেকের আয় কমেছে। এর ফলে তাঁরা তাদের শিশু সন্তানকে পুষ্টিকর খাবার দিতে পারেননি বা পারছেন না। এ কারণে তিনি ‘চলো করোনা জয় করি’ তহবিল গঠনের মাধ্যমে শিশুদের পুষ্টি চাহিদা পূরণে প্রতি মাসে পুষ্টিকর খাবার সামগ্রী দেওয়া শুরু করেন। তিনি শিশুদের সঙ্গে মায়েদেরও পুষ্টিকর খাবার দেওয়ার ঘোষণা দেন।