Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বাশার ও সাফার নাটক ‘আফসোস’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বাশার ও সাফার নাটক ‘আফসোস’

একটা চাকরি খুব প্রয়োজন রাতুলের। সামনেই তার বিসিএস ভাইভা। কিছুতেই সুযোগ মিস করা যাবে না। আত্মবিশ্বাস বাড়াতে ভর্তি হয় শুদ্ধ উচ্চারণ কোর্সে। এদিকে মোনালিসা ইংলিশ মিডিয়ামে পড়ার কারণে সঠিক বাংলা বলতে পারে না। তাই বাংলা উচ্চারণ ঠিক করতে একই কোর্সে ভর্তি হয় সে-ও। সেখানেই পরিচয় হয় দুজনের। খুনসুটি থেকে একসময় তাদের সম্পর্ক গড়ায় প্রেমে। তবে তাদের এই সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় মোনালিসার সৎমা। শেষ পর্যন্ত তাদের প্রেম পরিণতি পাবে, নাকি দিন শেষে সঙ্গী হবে আফসোস—এটাই নাটকের গল্প। নাটকের নামও ‘আফসোস’। চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন।

নতুন নাটক নিয়ে সেরনিয়াবাত শাওন বলেন, ‘বন্ধুত্ব ও ভালোবাসার গল্প দেখা যাবে আফসোস নাটকে। রাতুল ও মোনালিসার সম্পর্কটা প্রেমের নাকি আফসোসের, সেটা জানা যাবে নাটকটি মুক্তির পর। খায়রুল বাশার ও সাফা কবির দুজনেই খুব ভালো অভিনয় করেছেন। তাঁদের রসায়ন দর্শকদের মন কাড়বে। এ ছাড়া অন্য অভিনয়শিল্পীরাও নিজেদের জায়গা থেকে ভালো করেছেন। আশা করি নাটকটি সবার ভালো লাগবে।’

গতকাল সন্ধ্যায় প্রকাশ পেয়েছে নাটকের ট্রেলার। সোয়া দুই মিনিটের ট্রেলার শুরু হয়েছে খায়রুল বাশার ও সাফা কবির অভিনীত চরিত্রদের খুনসুটি দিয়ে। সাফার ভুল উচ্চারণ নিয়ে খ্যাপান বাশার। তাঁর ওপর ভীষণ ক্ষিপ্ত হন সাফা। আফসোস নাটকে আরও অভিনয় করেছেন মাসুম রেজওয়ান, দিলু মজুমদার, করভী মিজান রিভি, জাহেদুর রহমান রিপন, তানভীর নাহিদ খান প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। ১০ জানুয়ারি রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে আফসোস।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ