হোম > ছাপা সংস্করণ

দিনাজপুরে পৃথক ঘটনায় মৃত্যু ২

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে দুইটি পৃথক স্থানে রেললাইনের পাশে দুই ব্যক্তির মরদেহ উদ্বার করেছে রেলওয়ে পুলিশ।

জানা যায়, কিছুদিন আগ থেকে মানসিক সমস্যা দেখা দেয় ৪১ বছর বয়সী মিন্টুর। চিকিৎসায় কিছুটা ভালো হয়। নতুন করে আবারও সমস্যা দেখা দেয়। গতকাল মঙ্গলবার তাঁকে চিকিৎসার জন্য দিনাজপুরে নিয়ে যাওয়ার কথা ছিল। সেইমতে সকালে ভাত খেয়ে বের হন বাসা থেকে। বাড়ির পাশে বাজারে বসে ছিলেন। হঠাৎ কোনো ফাঁকে পাশের রেললাইনে গিয়ে মাথা পেতে দেন। মুহূর্তেই শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় মাথা। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত মিন্টু পেশায় ভ্যানচালক এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

দিনাজপুর রেলওয়ে থানার উপপরিদর্শক আবু শাহাদাৎ জানান, তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। আজ (মঙ্গলবার) বেলা পৌনে ১১টার দিকে পঞ্চগড়গামী কাঞ্চন এক্সপ্রেসে কাটা পড়েন তিনি। পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়া সদরের কাউগাঁ এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে রেল লাইনের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। প্রায় ২৫ বছর বয়সী ওই যুবক কয়েক দিন ধরে এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করছিল বলে জানিয়েছেন তাঁরা।

পুলিশ কর্মকর্তা এরশাদুল হক ভূঁইয়া জানান, সম্ভবত রেল লাইনের হাঁটার সময় পার্বতীপুর থেকে পঞ্চগড়গামী কাঞ্চন ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ গেছে ওই যুবকের।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন