বিনোদন ডেস্ক
টিভি নাটকের নিয়মিত মুখ সারিকা সাবরিন। মায়ের পথ ধরে এবার তাঁর মেয়েও পা রাখলেন অভিনয়ে। মুজিবুল হকের রচনা ও বি ইউ শুভর পরিচালনায় ‘হ্যালো টিচার’ নাটকে অভিনয় করেছে ছোট্ট স্যাহরিশ। এতে তার মা সারিকাও অভিনয় করেছেন। নাটকটিতে সারিকার ছাত্রী হিসেবে দেখা যাবে স্যাহরিশকে। সারিকা বলেন, ‘২৪ মে আমার মেয়ে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছে। এটা আমার জন্য বিশেষ একটা দিন। স্যাহরিশের অভিনয়ে আগ্রহ অনেক আগে থেকেই। প্রথম দৃশ্যে যখন অভিনয় করে স্যাহরিশ, আমরা সবাই মুগ্ধ হয়েছি ওর অভিনয়ে।’