মিঠাপুকুর প্রতিনিধি
মিঠাপুকুরে প্রেমিকের বাড়ির সামনে গিয়ে বিষপান করেছেন এক তরুণী। গতকাল রোববার বিকেলে উপজেলার রানীপুকুর ইউনিয়নের মোমিনপুর গ্রামে ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোমিনপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে মঞ্জুরুল ইসলামের সঙ্গে এক মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘদিন ধরে সম্পর্কের একপর্যায়ে মেয়েটি প্রেমিক মঞ্জুরুলকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু মঞ্জুরুল তাতে রাজি হননি।
এ ঘটনায় মনের ক্ষোভে মেয়েটি গতকাল বিকেলে মঞ্জুরুলের বাড়ির সামনে গিয়ে বিষপান করে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই প্রেমিক ও তাঁর পরিবারের লোকজন বাড়িতে তালা লাগিয়ে অন্যত্র চলে যান। পরে স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ করা হয়নি। তবে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।