মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
এশিয়ান পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে স্বর্ণপদক অর্জন করেছেন রাইয়ান রহমান। গত শুক্রবার দুবাইয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় এ সম্মান বয়ে আনেন ১৮ বছর বয়সী এ তরুণ। রাইয়ান রহমান কুমিল্লার মেঘনা উপজেলার সোনার চর গ্রামের মো. মোস্তাফিজুর রহমানের ছেলে।
টুর্নামেন্টে সাব-জুনিয়র অনূর্ধ্ব-৫৯ কেজি ক্যাটাগরিতে সর্বমোট ৪৭২ দশমিক ৫ কেজি উত্তোলন করে চ্যাম্পিয়ন হন রাইয়ান। তিনি স্কোয়াট এবং ডেডলিফটে স্বর্ণ এবং বেঞ্চ প্রেসে রৌপ্য পদক অর্জন করেন। এই প্রতিযোগিতায় বাংলাদেশের ৯ জনসহ এশিয়ার ২৯টি দেশের প্রায় ৫০০ জন পাওয়ারলিফটার অংশ নেন।