হোম > ছাপা সংস্করণ

প্রশ্নপত্র ফাঁস

সম্পাদকীয়

আমাদের দেশের সর্বত্র যে দুর্নীতির ব্যাপক বিস্তার ঘটেছে, তারই উদাহরণ হলো বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। এর আগে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বুয়েটের ভর্তি পরীক্ষা এবং শিক্ষক নিয়োগসহ নানা পদের সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় কোচিং সেন্টার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি ছাত্রসংগঠনের নেতাসহ নানা পেশার লোকজন যুক্ত ছিলেন। এবার স্বয়ং সরকারি চাকরির নিয়োগে দায়িত্বে থাকা প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কর্মকর্তা-কর্মচারীসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। এ নিয়ে আজকের পত্রিকায় মঙ্গলবার ‘পিএসসির ভেতরেই প্রশ্নপত্র ফাঁসের চক্র’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে।

৫ জুলাই অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলীর নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। চক্রটির অন্যতম সদস্য হলেন পিএসসির অফিস সহায়ক সাজেদুল ইসলাম। পিএসসির উপপরিচালক মো. আবু জাফরের মাধ্যমে ২ কোটি টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁসের চুক্তি করেন। চুক্তি অনুযায়ী, প্রশ্নপত্র ফাঁস করে তাঁরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তা সরবরাহ করেন প্রত্যেক চাকরিপ্রার্থীর কাছে। এ চক্র এবারই প্রথম প্রশ্নপত্র ফাঁস করেনি, এর আগেও তারা পিএসসির আওতায় ক্যাডার ও নন-ক্যাডার পদের ৩০টি নিয়োগ পরীক্ষা এবং ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে। আর এসব অপকর্ম করে তারা বিপুল সম্পদের মালিকও হয়েছে।

পিএসসির মতো প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা যখন এ ধরনের অপরাধে যুক্ত হন, তখন আস্থার আর জায়গা থাকে না। সরকারি প্রতিষ্ঠানে যোগ্য লোক নিয়োগ না পেলে, এর প্রভাব রাষ্ট্রের সব প্রতিষ্ঠানে পড়বে। ভালোভাবে কাজ হবে না। কারণ অযোগ্য লোক তো সঠিকভাবে কাজ করতে পারবে না। এতে রাষ্ট্র তথা জনগণেরই ক্ষতি হবে।

প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে মেধাহীনেরা সরকারি চাকরি পেলে মেধাবীরা বঞ্চিত হয়। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে মেধাবীরা পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলবে। এতে দেশে মেধাচর্চার বিকাশ হবে না। ভবিষ্যতে মেধাবী নাগরিক তৈরি না হলে দেশ ক্রমাগত পিছিয়ে যাবে।

রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যে অপরাধ, দুর্নীতি ছড়িয়ে পড়ছে, তার অন্যতম কারণ হলো ভোগবাদী প্রবণতা। এসব ঘটনা রাষ্ট্রের অবক্ষয়েরও নির্দেশক। প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে যারা যুক্ত, তারা একদিকে যেমন জাতির মেধাবী সন্তানদের বঞ্চিত করছে, অন্যদিকে তারা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।

সমস্যা স্বীকার না করার একটা প্রবণতা অনেকের মধ্যেই প্রবল। পিএসসির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। পিএসসির পক্ষ থেকে বিবৃতি দিয়ে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা অস্বীকার করা হয়েছে। এতে প্রমাণিত হয়, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তাদের লজ্জিত করেনি। সরকারের এ রকম একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কীভাবে তাদের দায় এড়াতে পারে?

পিএসসির অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের যদি আইনের মাধ্যমে কঠোরতম শাস্তি দেওয়া না হয়, তাহলে রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানেও অপরাধপ্রবণতা ছড়িয়ে পড়বে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনা রোধ করতে রাষ্ট্রকেই অপরাধীদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন