ক্রীড়া ডেস্ক
সবচেয়ে বেশি ২৩টি গ্র্যান্ড স্লাম শিরোপা তাঁর। সবচেয়ে বেশি ৩৯টি মাস্টার্সও। টেনিসের মর্যাদাপূর্ণ সব রেকর্ডই যখন তাঁর দখলে, তখন গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশি সেমিফাইনাল খেলার রেকর্ডটিই বাকি থাকবে কেন! ইউএস ওপেনে পরশু যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিজকে ৬-১, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠে সেই রেকর্ডটিও নিজের করে নিলেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকার নামের পাশে এখন সবচেয়ে বেশি ৪৭টি সেমিফাইনালে রেকর্ড।
৪৬টি সেমিফাইনাল নিয়ে আগে এই রেকর্ডটি ছিল রজার ফেদেরারের। গত উইম্বলডনের শেষ চারে উঠে ফেদেরারকে ছুঁয়ে ফেলেন জোকো। এবার তাঁকে ছাড়িয়ে রেকর্ডটি এবার নিজের করে নিলেন।
নবম বাছাই ফ্রিজের বিপক্ষে জয়ে অনন্য এক মাইলফলকেও পা রেখেছেন জোকোভিচ। পরশুর জয়টি ছিল পেশাদার সার্কিটে র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা খেলোয়াড়দের বিপক্ষে জোকোভিচের ২৫০তম। ছেলেদের টেনিসে প্রথম খেলোয়াড় হিসেবে এই মাইলফলকে পা রাখলেন তিনি।