হোম > ছাপা সংস্করণ

তিন তারকাসন্তানের অভিষেক

বিনোদন ডেস্ক

গত বছরের মে মাসে ঘোষণা করা হয়েছিল, ‘দ্য আর্চিস’ নামে একটি সিনেমা বানাচ্ছেন জোয়া আখতার। এ সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ বলিউডের তিন তারকাসন্তান। শাহরুখকন্যা সুহানা খান, শ্রীদেবীকন্যা খুশি কাপুর ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা—তিনজনেরই অভিষেক হচ্ছে দ্য আর্চিস দিয়ে।

সিনেমাটির শুটিং শেষ হয়েছে। গতকাল নতুন পোস্টার প্রকাশ করে নেটফ্লিক্স জানিয়েছে, শিগগিরই দেখা যাবে এ তিন তারকাসন্তানের অভিনয়। পোস্টারে দেখা গেছে, লালরঙা ভেলভেটের সোফায় আর্চি ও তাঁর গ্যাং। কেউ বসে, কেউ দাঁড়িয়ে আছেন। সুহানা, অগস্ত্য ও খুশির সঙ্গে এ সিনেমায় আছেন আরও তিন নতুন অভিনয়শিল্পী মিহির আহুজা, যুবরাজ মেন্ডা ও বেদাঙ রায়না।

দ্য আর্চিস তৈরি হয়েছে জনপ্রিয় মার্কিন কমিকসের ওপর ভিত্তি করে। আমেরিকার রিভারডেল হাইস্কুলে পড়ুয়া বেটি কুপার, ভেরোনিকা ও আর্চিকে কেন্দ্র করে গল্প।সারাক্ষণ গান নিয়ে মেতে থাকা আর্চি ভালোবাসে তার সহপাঠী ভেরোনিকাকে। আবার বড়লোক ঘরের সুন্দরী মেয়ে বেটির প্রতিও তার আকর্ষণ আছে। চল্লিশের দশকে এই ত্রয়ীর ত্রিভুজ প্রেমের গল্প আর বন্ধুত্বে বুঁদ ছিল সারা বিশ্বের কমিকপ্রেমীরা। মার্কিন কমিক থেকে অনুপ্রাণিত হলেও গল্পটি ষাটের দশকের ভারতের প্রেক্ষাপটে সাজিয়েছেন নির্মাতা জোয়া আখতার। প্রধান চরিত্র আর্চির চরিত্রে অভিনয় করেছেন অগস্ত্য নন্দা, বেটি কুপার চরিত্রে খুশি কাপুর আর ভেরোনিকা হয়েছেন সুহানা খান।

মেয়ের অভিষেক, তাই ভীষণ উত্তেজিত শাহরুখ খান। একই সঙ্গে তাঁর দুই সন্তানের অভিষেক হচ্ছে। একদিকে ‘দ্য আর্চিস’ দিয়ে পর্দায় আসবেন সুহানা, অন্যদিকে ‘স্টারডম’ সিরিজের মাধ্যমে পরিচালক হিসেবে দেখা দেবেন আরিয়ান। খান পরিবারের তাই খুশির শেষ নেই। ‘দ্য আর্চিস’ সিনেমার সুবাদে অগস্ত্যর সঙ্গে সুহানার প্রেমচর্চাও তুঙ্গে। অমিতাভ বচ্চনকন্যা শ্বেতা নন্দার একমাত্র ছেলে অগস্ত্য। দ্য আর্চিস মুক্তির আগে আরও একটি সিনেমা সই করে ফেলেছেন তিনি। শ্রীরাম রাঘবনের ‘ইক্কিস’ সিনেমায় দেখা যাবে তাঁকে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন