বরুড়ার বাতাইছড়ি এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁদের কাছে বন্দুক, গুলি, চাপাতিসহ বিভিন্ন ধরনের দেশি অস্ত্র পাওয়া গেছে। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন পদুয়ারপাড় এলাকার ওমর সানি (২০), হুরুয়া গ্রামের জাকির হোসেন (২৫) ও মো. হোসেন (১৯)।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে বাতাইছড়ি নতুন হাজী বাড়ির পূর্ব পাশের ব্রিজের ওপরে সংঘবদ্ধ ডাকাত দল প্রস্তুতি নিচ্ছিল, এই খবরে ওই এলাকায় বরুড়া থানা-পুলিশ অভিযানে যায়।
অভিযানে ওই তিনজনকে আটক করা হয়। ওই সময় তাঁদের কাছে পাওয়া একটি একনালা বন্দুক, চারটি গুলি, একটি ছোরা, একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, একটি লোহার রড়, দুটি এসএস পাইপ ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার বলেন, গ্রেপ্তার তিনজনের নামে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাঁরা বর্তমানে জেলহাজতে রয়েছেন।