হোম > ছাপা সংস্করণ

ফিরছে রিয়াজ-পূর্ণিমা জুটি

বিনোদন প্রতিবেদক, ঢাকা

জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমা দিয়ে প্রথমবার জুটি বাঁধেন রিয়াজ-পূর্ণিমা। এরপর দুজনকে দেখা গেছে ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘লাল দরিয়া’, ‘মায়ের সম্মান’, ‘খবরদার’, ‘জামাই শ্বশুর’সহ আরও অনেক ব্যবসাসফল সিনেমায়।

তবে এক দশকেরও বেশি সময় ধরে তাঁরা পর্দায় নেই একসঙ্গে। দুজনের ব্যক্তিগত সম্পর্ক ভালো নয় বলেই তাঁরা একসঙ্গে সিনেমা করেন না—এমন গুঞ্জনও শোনা যায়। যদিও রিয়াজ-পূর্ণিমা বিভিন্ন সময়ে বলেছেন, তাঁদের মধ্যে পেশাদার সম্পর্কে কোনো টান পড়েনি। সময়োপযোগী পছন্দমতো গল্প পেলে আবারও জুটি হয়ে অভিনয় করবেন তাঁরা। এবার পরিচালক এস এ হক অলিক এক করছেন তাঁদের।

অলিকের প্রথম দুই সিনেমা ‘হৃদয়ের কথা’ ও ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’-তেও জুটি হয়েছিলেন তাঁরা। সিনেমা দুটি ব্যবসায়িকভাবে সফল হয়েছিল। ২০১৯-২০২০ অর্থবছরে ‘যোদ্ধা’ সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছিলেন এস এ হক অলিক। দুই বছর ধরে সিনেমাটির প্রি-প্রডাকশন নিয়ে কাজ করছেন তিনি। সব গুছিয়ে এবার প্রস্তুতি নিচ্ছেন শুটিংয়ের। পরিচালক জানান, পূর্ণিমা কাজ করতে রাজি হয়েছেন। রিয়াজ ঢাকার বাইরে শুটিংয়ে ব্যস্ত। তিনি গল্পটা শুনে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। অলিক বলেন, ‘সিনেমাটি মুক্তিযুদ্ধভিত্তিক। এখানে সত্তরের পরের সময়টাকে তুলে ধরা হবে। রিয়াজ ও পূর্ণিমাকে নিয়েই পরিকল্পনা রয়েছে আমার। তাঁরা দুজন আমার খুব পছন্দের।’

সিনেমার গল্প লিখেছেন ইমদাদুল হক মিলন, চিত্রনাট্য করছেন এস এ হক অলিক। নির্মাণের জন্য মুক্তিযুদ্ধ শাখায় ৫০ লাখ টাকা অনুদান পাচ্ছেন নির্মাতা। পাশাপাশি তিনি নিজেও সহপ্রযোজনা করবেন, সিনেমার গান লিখবেন।

অনুদানের জন্য জমা দেওয়ার সময়ই সম্ভাব্য দুই পাত্র-পাত্রী হিসেবে রিয়াজ ও পূর্ণিমার নাম উল্লেখ করেছিলেন পরিচালক। এরই মধ্যে চূড়ান্ত হয়েছেন পূর্ণিমা। রিয়াজ চূড়ান্ত করবেন ঢাকায় ফিরে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন