জমকালো অনুষ্ঠানে যাবেন অথচ ভারী সাজসজ্জার অংশ হিসেবে কানে দামি দুল থাকবে না, তা হয় না। সেই কানের দুলের মূল্য় কত হতে পারে বলে আপনার ধারণা? বিশ্বে এমনও কানের দুল রয়েছে, যার দাম মিলিয়ন ডলার।
এমপ্রেস ইউজেনি কানের দুল
নেপোলিয়ন বোনাপার্ট এই বহু দামি কানের দুলের জোড়াটি বিয়ের উপহার হিসেবে সম্রাজ্ঞী ইউজেনিকে দিয়েছিলেন। ২০১৪ সালে নিউইয়র্কের এক নিলামে ১০০ ক্যারেটের হীরার এই কানের দুল জোড়ার দাম উঠেছিল ৩ দশমিক ৩ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৮ কোটি ৫২ লাখ টাকার সমপরিমাণ।
কলাম্বিয়ান এমারেল্ড
কলাম্বিয়ান এমারেল্ড দুল জোড়ার প্রতিটিতে রয়েছে ১১ দশমিক ৭৫ ক্যারেট হীরা ও পান্না। এই দুল জোড়াও নিলামে বিক্রি হয়েছিল। দাম উঠেছিল ৪ দশমিক ৮ মিলিয়ন ডলার বা প্রায় ৪১ কোটি ৪৭ লাখ টাকা।
হ্যারি উইন্সটনের কানের দুল
বিলাসবহুল গয়না তৈরির জন্য সুনাম রয়েছে আমেরিকান হ্যারি উইন্সটনের। উইন্সটনের ৬০ ক্যারেটের মুক্তার কানের এক জোড়া দুলের দাম ছিল ৮ দশমিক ৩ মিলিয়ন ডলার। আমাদের মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭১ কোটি ৭১ লাখ টাকা।
গোলকুন্ডা হীরার দুল
বিশ্বের দামি কানের দুলের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে গোলকোন্ডা হীরার দুল। এর দাম ৯ দশমিক ৩ মিলিয়ন ডলার বা ৮০ কোটি ৩৫ লাখ টাকা। এই জোড়ার এক-একটি দুলে রয়েছে ভারতের ২৩ দশমিক ১১ ক্যারেট গোলকোন্ডা হীরা।
নীল ও গোলাপি হীরার দুল
হীরার নীল ও গোলাপি কানের দুল জোড়া নিলামে বিক্রি হয়েছিল ৫৭ দশমিক ৪ মিলিয়ন ডলারে। অর্থাৎ প্রায় ৪৯৫ কোটি ১৩ লাখ টাকা। শুধু তা-ই নয়, নিলামে বিক্রি হওয়া কানের দুলের মধ্য়ে এটিই সবচেয়ে দামি পুরো বিশ্বে। নিউইয়র্কের ফাইন আর্ট কোম্পানি সদবি’স এ নাশপাতির আকারে কাটা নীল ও গোলাপি এই কানের দুলের নাম দেওয়া হয় গ্রিক দেব-দেবীর নামানুসারে, অ্যাপোলো ও আর্টেমিস।
সূত্র: এক্সপেনসিভ ওয়ার্ল্ড