Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ছয় মামলায় আসামি ১০৩

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

ছয় মামলায় আসামি ১০৩

কুষ্টিয়ার খোকসা উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন চতুর্থ ধাপে। প্রতিদিনই উপজেলার কোনো না কোনো ইউনিয়নে সহিংসতার ঘটনা ঘটছে। এক প্রার্থী অপর প্রার্থীকে হুমকি-ধমকি ও পোস্টার ছেঁড়াসহ নানা ঘটনার সংবাদ পাওয়া যাচ্ছে।

পুলিশ জানিয়েছে, গত কয়েক দিনে উপজেলার তিন ইউনিয়নের নির্বাচনী সহিংসতায় ৬টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ১০৩ জনকে। এ ছাড়াও অজ্ঞাত রয়েছে ৬৮ জন আসামি। এসব ঘটনায় ১৬ জন আহত হয়েছেন। ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আশিকুর রহমান জানান, নির্বাচনী সহিংসতায় গত ২৬ নভেম্বর জয়ন্তী হাজরা ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। দুই মামলার ৬৭ জনের নাম উল্লেখ ও ১৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এ ছাড়া ৯ ডিসেম্বর খোকসা ইউনিয়নে সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনায় দুটি মামলা হয়। এতে ১৬ জনের নাম উল্লেখ ও ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। একই দিন গোপগ্রাম ইউনিয়নে সহিংসতা হয়। এ ঘটনায় দুটি মামলায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪৫ জনকে আসামি করা হয়েছে।

উপজেলা নির্বাচন কমিশনার রশিদুল আলম জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য এক চেয়ারম্যান প্রার্থী ও এক ভাইস চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা অবনতিতে এবং কোনো আচরণবিধি লঙ্ঘন বরদাশত করা হবে না বলেও জানান তিনি। থানা–পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও দাবি করেন ওসি আশিকুর রহমান।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ