Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

পোশাকশ্রমিককে ধর্ষণের সময় যুবক গ্রেপ্তার

সিংড়া (নাটোর) প্রতিনিধি

পোশাকশ্রমিককে ধর্ষণের সময় যুবক গ্রেপ্তার

নাটোরের সিংড়ায় এক পোশাকশ্রমিককে ধর্ষণের সময় এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে টহল পুলিশের একটি দল। গত বুধবার রাত ১টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম জামতলী এলাকায় ওই পোশাকশ্রমিককে অটোভ্যানে ওই যুবক ধর্ষণ করেন।

গ্রেপ্তার যুবকের নাম আবু সাঈদ ওরফে রাব্বী (২২)। তিনি নাটোর শহরের তেবাড়িয়া হুগোলবাড়িয়া গ্রামের বাসিন্দা।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকীআজকের পত্রিকাকে বলেন, বুধবার ধর্ষণের শিকার পোশাকশ্রমিক তাঁর মেয়ের অসুস্থতার খবর পেয়ে ঢাকা থেকে সিংড়া বাসস্ট্যান্ডে পৌঁছান। সেখানে দাঁড়িয়ে থাকা যুবক আবু সাঈদ ওরফে রাব্বীর সঙ্গে তাঁর পরিচয় হয়। সম্পর্কে ভাই-বোন কথা বলে একটি অটোভ্যানে করে উপজেলার বিনগ্রাম কয়াখাস গ্রামের বাড়িতে যাওয়ার পথে ওই যুবক ভ্যান থেকে নামিয়ে তাঁকে ধর্ষণ করেন। পরে আবার ধর্ষণ করতে গিয়ে থানার টহল পুলিশের একটি দলের চোখে পড়ে যায়। তখন ওই যুবক তাঁদের দুজনকে স্বামী-স্ত্রী সাজানোর চেষ্টা করেন। কিন্তু পুলিশের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে মেয়েটি কথা বলতে শুরু করেন।

নুর-এ-আলম সিদ্দিকী আরও বলেন, এ বিষয়ে থানায় মামলা করা হয়েছে। আর পলাতক ভ্যানচালককে শনাক্ত করার চেষ্টা চলছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ