Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

নদীর ঘাটের রাস্তায় ভাঙন পারাপারে বেড়েছে ভোগান্তি

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

নদীর ঘাটের রাস্তায় ভাঙন পারাপারে বেড়েছে ভোগান্তি

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের নারায়ণপুর বাজারের উত্তর পাশ দিয়ে বয়ে গেছে বানার নদ। সেখানে তিন বছর আগে একটি ঘাট নির্মাণ করে উপজেলা প্রকৌশলীর কার্যালয়। বৃষ্টির পানির তোড়ে ঘাটের রাস্তার মাটি সরে গিয়ে সুড়ঙ্গ তৈরি হয়েছে। প্রতিদিন শত শত লোক এই ঘাট দিয়ে নদী পারাপার হয়। কিন্তু ঘাটে ওঠানামার রাস্তাটি বেহাল হওয়ায় ভোগান্তি বেড়েছে। দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, নির্মাণের সময় রাস্তাটির প্রস্থ ছিল ২০ ফুট। বর্তমানে সাড়ে তিন ফুটে গিয়ে ঠেকেছে। যেকোনো সময় অবশিষ্ট রাস্তা ভেঙে নদীতে বিলীন হতে পারে। ঘাটের ভাঙনকবলিত অংশ ভরাট করতে প্রতিদিন বাজারের ময়লা-আবর্জনা ফেলছেন ব্যবসায়ীরা। ঝুঁকি নিয়ে ঘাট থেকে ওঠানামা করছেন মানুষ। ভাঙা অংশে হোঁচট খেয়ে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

দস্যু নারায়ণপুর বাজারের ব্যবসায়ী নাজমুল হাসান জানান, তিন-চার মাস আগে ঘাটের রাস্তায় ভাঙন শুরু হয়। শুরুতে বাজারের ব্যবসায়ীরা ময়লা-আবর্জনা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করেছিলেন। অতিবৃষ্টি ও বাজারের পানি এ ঘাট দিয়ে অপসারিত হওয়ায় রাস্তা ভেঙে সুড়ঙ্গের তৈরি হয়েছে। রাস্তা ভেঙে সরু হয়ে যাওয়ায় যানবাহন নিয়ে পারাপারে সীমাহীন ভোগান্তিতে পড়ছে হচ্ছে মানুষজনকে।

বাজারের চা ব্যবসায়ী সজল বলেন, স্থানীয় ইউপি সদস্য ও রাজনৈতিক নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে ঘাটের ভাঙা রাস্তা দেখে গেছেন এক মাসের বেশি হয়ে গেছে, কিন্তু রাস্তা সংস্কারে উদ্যোগ নেওয়া হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে কাপাসিয়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মদ মাঈন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বানার নদের ঘাটের ভাঙা রাস্তা পরিদর্শন করা হয়েছে। শিগগিরই মেরামতকাজ শুরু করা হবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ