দিনাজপুরের বিরামপুরে অগ্নিকাণ্ডে পাঁচটি ঘর ও তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে বিরামপুর পৌর শহর এলাকার পূর্ব জগন্নাথপুর বকুলতলা মোড়ে সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মণ্ডলের বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অক্ষত অবস্থায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আব্দুল আজিজ।
এ বিষয়ে কথা হলে বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আব্দুল আজিজ আজকের পত্রিকাকে বলেন, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে বিরামপুর পৌর শহর এলাকার পূর্ব জগন্নাথপুর বকুলতলা মোড়ে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে একটি বাড়িতে আগুন লাগে। সংবাদ পেয়ে দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পানির সংকট থাকায় পার্শ্ববর্তী নবাবগঞ্জ ও ফুলবাড়ী উপজেলার দুইটি ইউনিট সহযোগিতার জন্য ছুটে আসে। তিনটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরও জানান, অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়াও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ২০ লাখ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করে।