আজকের পত্রিকা ডেস্ক
অতিসংক্রামক ওমিক্রন ধরন ছড়িয়ে যাওয়া রুখতে ভারতের পশ্চিমবঙ্গে ফের করোনার বিধিনিষেধ জারি করা হয়েছে। আজ সোমবার থেকে বন্ধ থাকবে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। সুইমিং পুল, জিম, স্পা সেন্টার এবং সেলুনও বন্ধ থাকবে। সরকারি-বেসরকারি অফিসে কাজ করতে পারবেন অর্ধেক কর্মী। গতকাল রোববার পশ্চিমবঙ্গ সরকার এ ঘোষণা দিয়েছে বলে সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা যায়।
হরিয়ানা, দিল্লি ও উত্তর প্রদেশের মতো রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত থাকবে কারফিউ। জরুরি কাজ ছাড়া এ সময় কেউ বাইরে বের হতে পারবেন না। অফিসের মিটিং অনলাইনে করতে হবে। হোম অফিসের প্রতি উৎসাহ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মেট্রো সার্ভিসে একসঙ্গে যেতে পারবেন অর্ধেক যাত্রী। সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে লোকাল ট্রেন।