নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিকে) বাসাভাড়ার ভিত্তিতে নির্ধারিত গৃহকর এখন ভবনমালিকদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।তারা এই গৃহকর বাড়ানোর প্রক্রিয়া বন্ধ করার দাবি জানিয়েছে।
গতকাল সোমবার গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এ দাবি জানান প্রতিষ্ঠানটির চট্টগ্রাম মহানগর শাখার নেতারা। বিবৃতিতে ক্যাবের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম নাজের হোসাইন, সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু ও সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, দক্ষিণ জেলা সভাপতি আবদুল মান্নান প্রমুখ স্বাক্ষর করেন।
বিবৃতিতে বলা হয়, ভাড়ার ভিত্তিতে গৃহকর নির্ধারণ করার কারণে এখন ৮০ হাজার টাকার গৃহকর ১ লাখ ৮০ হাজারে পরিণত হয়েছে। এক লাফে এত টাকা কর বৃদ্ধি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। শুধু তা-ই নয়, এই কর বৃদ্ধির কারণে সিটি করপোরেশনের এক শ্রেণির কর্মকর্তারা নানা অনিয়মে জড়িয়ে পড়ছেন। তাই অনতিবিলম্বে বর্তমানে চলমান গৃহকর আদায় প্রক্রিয়া বন্ধ করে, বাড়িভাড়ার ভিত্তিতে গৃহকর মূল্যায়ন না করে সম্পত্তির অবস্থান, বর্গফুট, গুণগত মান এবং কাঠামোগত বৈশিষ্ট্যের ভিত্তিতে গৃহকর নির্ধারণ করতে হবে।
ক্যাব নেতারা বলেন, বর্তমানে যেভাবে কর বাড়ানো হয়েছে, এর পুরো দায়ভার গিয়ে পড়ছে বাসা ভাড়া নেওয়া ব্যক্তিদের ওপর। করোনার আঘাতের পর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে সাধারণ মানুষ এমনিতেই আর্থিক সংকটে আছে। এখন সিটি করপোরেশনের গৃহকরের এক ধাপে ১০ গুণের বেশি বৃদ্ধি মানুষের ভোগান্তির নতুন মাত্রা যোগ করবে; যা পুরো নগরবাসীর জীবনযাত্রার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে।