হোম > ছাপা সংস্করণ

বিনা মূল্যে বীজ ও সার পেলেন ৯১০ কৃষক

দেবিদ্বার প্রতিনিধি

দেবিদ্বারে ৯১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল। উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এসব বিতরণ করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক উন নবী তালুকদার। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, জেলা পরিষদের সদস্য মোসা. শিরিন সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল কৃষকদের উদ্দেশে বলেন, ‘ফসল উৎপাদনে আপনাদের আরও দক্ষ হতে হবে। উৎপাদন খরচ কমিয়ে কীভাবে বেশি ফসল উৎপাদন করা যায় সে বিষয়ে কৃষি অফিস থেকে সহযোগিতা ও পরামর্শ নেবেন।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ জানান, রবি ২০২১-২২ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুসর ও খেসারির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ৩ হাজার ৪৬০ কেজি সার ও ১৬ হাজার ৩০০ কেজি বীজ বিতরণ করা হয়েছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন