বিনোদন ডেস্ক
সৃজিত মুখার্জি পরিচালিত সিনেমা ‘দশম অবতার’ মুক্তি পাবে আগামী পুজোয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে এতে রয়েছেন জয়া আহসান। এগিয়ে আসছে মুক্তির দিন, দশম অবতার টিম তাই ব্যস্ত প্রচার-প্রচারণায়।
বিশ্বকর্মা পুজো উপলক্ষে সিনেমার নির্মাতা ও অভিনয়শিল্পীরা মাঞ্জা দেওয়া সুতো আর ঘুড়ি নিয়ে হাজির হয়েছিলেন কলকাতার এক রেস্তোরাঁর খোলা ছাদে। সেখানে তাঁরা মাতলেন ঘুড়ি ওড়ানোর উৎসবে।
কখনো নাটাই হাতে ঘুড়ি ওড়ালেন অনির্বাণ, কখনো জয়া, কখনো পরিচালক নিজেই। জমজমাট সেই ঘুড়ির আড্ডার ছবি শেয়ার করে সবাইকে পুজোর শুভেচ্ছা জানিয়েছে দশম অবতার টিম।