জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া পরীক্ষাগুলো অবিলম্বে চালুর দাবিতে মানববন্ধন করেছেন কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন কুড়িগ্রাম সরকারি কলেজের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ সাগর, আপেল মাহমুদ, শাইদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ‘সারা দেশে মেলা হচ্ছে, পর্যটন ও বিনোদনকেন্দ্রগুলো খোলা এবং গণপরিবহন চালু রয়েছে, সেখানে পরীক্ষা বন্ধ রেখে শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে।’
স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার নতুন তারিখ ঘোষণার দাবি জানিয়ে বক্তারা বলেন, এমনিতে করোনার কারণে প্রায় দুই বছর সব ধরনের শিক্ষা কার্যক্রম থেকে শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছে। গত বছর স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষার কথা থাকলেও তা হয়নি। এখন করোনার কারণে আবার চলমান পরীক্ষাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।