Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

খোকসায় আমন তোলায় ব্যস্ত কৃষক

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

খোকসায় আমন তোলায় ব্যস্ত কৃষক

অগ্রহায়ণের শুরুতেই কুষ্টিয়ার খোকসায় কৃষকেরা ব্যস্ত হয়ে পড়েছেন সোনালি আমন ধান ঘরে তুলতে। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর নির্বিঘ্নে ধান কাটা মাড়াই ও শুকানোর কাজ করতে পারছেন তাঁরা। বাজারে ধানের ভালো দামও পাচ্ছেন বলে খুশি কৃষকেরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ৬,৭২৫ হেক্টর। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ৬,৭৯০ হেক্টর।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার মালিগ্রাম, এক্তারপুর, মানিকাট, বিলজানি, বশোয়া, শ্যামপুর, গোপগ্রাম, কোমরভোগ, নারায়ণপুর, ইচলাট, দশকাহনীয়া এলাকায় মাঠে মাঠে আগাম জাতের রোপা আমন ধান পাকতে শুরু করেছে। পাকা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।

কৃষকেরা জানান, এ বছর প্রতি বিঘায় আগাম জাতের রোপা আমন ধানের উৎপাদন হয়েছে ১৭-১৮ মণ। বিঘা প্রতি খরচ হয়েছে ৪-৬ হাজার টাকা। প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৮৩০-৯৫০ টাকায়। সে হিসেবে উৎপাদিত ধান বিক্রি করা হচ্ছে ১৩ হাজার টাকার মতো। ফলে সব খরচ বাদ দিয়েও লাভ থাকছে।

উপজেলার মালিগ্রাম এলাকার কৃষক দিয়ানত আলী বলেন, ‘জমিতে রোপণকৃত আগাম জাতের ধানি গোল্ড ধান অনেকটাই কাটা শেষ। এই ধান বিঘাপ্রতি ১৭-১৮ মণ পাওয়া যাচ্ছে। বর্তমান বাজারে এই ধান বিক্রি হচ্ছে ৮২০-৮৩০ টাকা মণ দরে।’ এ বছর সাড়ে চার বিঘার মধ্যে সাড়ে ৩ বিঘা জমিতে আগাম জাতের বিনা ধান-১৭ চাষ করেছেন তিনি।

গোপগ্রাম এলাকার কৃষক টুটুল হোসেন বলেন, ‘এবার ধানের ফলন অনেক ভালো হয়েছে। বৃষ্টি ঠিকমতো হওয়ায় কয়েকটি সেচ কম লেগেছে। তার সঙ্গে পোকার উপদ্রবও তেমন নেই। চার বিঘা জমিতে আমনের আবাদ করেছি। প্রতি বিঘায় অন্যান্য বছরের তুলনায় এক থেকে দেড় মণ ধান বেশি হবে বলে তিনি আশাবাদী।’

খোকসা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা বলেন, ‘এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৬,৭৯০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। এখন পর্যন্ত তেমন কোনো দুর্যোগের সম্মুখীনও চাষিদের হতে হয়নি। সব মিলিয়ে প্রত্যাশার চেয়ে আমনের আবাদ ভালো।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ