মিঠাপুকুর প্রতিনিধি
মিঠাপুকুরে কৃষকের গোয়ালঘরের তালা ভেঙে গরু-ছাগল চুরি করে নেওয়া হয়েছে। উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের খোদ্দ কাশিনাথপুর গ্রামে গত শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে।
ওই গ্রামের কৃষক মফিজার রহমানের গোয়ালঘর থেকে কে বা কারা একটি করে গাভি, ষাঁড়, বাছুর ও ছাগল চুরি করে নিয়ে যায়। মফিজারের পুত্রবধূ নার্গিস আকতার জানান, গরু-ছাগল চুরির ঘটনাটি ফজরের নামাজ শেষে তাঁদের নজরে আসে।
প্রান্তিক কৃষক মফিজার জানান, তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন তাঁর পুত্রবধূ নার্গিস।