Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

একেন বাবু এবার কলকাতায়

বিনোদন ডেস্ক

একেন বাবু এবার কলকাতায়

একেন্দ্র সেন ওরফে একেন ফিরছে নিজের শহর কলকাতায়। আর সেখানে না চাইতেও একটি সিরিয়াল কিলিংয়ের কেসে জড়িয়ে পড়ে। শুরু হয়ে যায় আরও এক রহস্যের পেছনে ছোটা। আগামী ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে হইচইয়ে মুক্তি পাচ্ছে একেন বাবু সিরিজের নতুন সিজন ‘একেন বাবু এবার কলকাতায়’। বরাবরের মতো এবারও একেন বাবু হয়ে আসছেন অনির্বাণ চক্রবর্তী।

এবারের সিরিজে ধরা পড়বে একেন বাবুর প্রখর ষষ্ঠ ইন্দ্রিয়, সেই সঙ্গে খাবারের প্রতি তার অগাধ ভালোবাসার বিষয়টি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অনির্বাণ চক্রবর্তী বলেছেন, ‘এখন আমরা একটা টিম হয়ে গিয়েছি। আমার, সোমক ও সুহোত্রের মধ্যে একটা দারুণ বন্ডিং তৈরি হয়ে গিয়েছে। আর গোটা বিষয়টার জন্য আমি আমার পরিচালকের কাছে কৃতজ্ঞ থাকব। উনি ভীষণই মাটির মানুষ। উনি এই টিমটা নিয়ে এত স্বচ্ছন্দে কাজ করেন যে আমাদেরও ভালো লাগে কাজ করতে পেরে। গোটাটাই ভীষণ সুন্দর একটা অভিজ্ঞতা। মনে হচ্ছিল যেন আমরা সবাই পিকনিক করছি।’ কিন্তু একেন বাবু যেমন খেতে ভালোবাসে, বাস্তবে অনির্বাণ চক্রবর্তীও কি তা-ই? উত্তরে অনির্বাণ বলেছেন, ‘একেন বাবু পেটুক হলেও, আমি একদমই নই।’

একেন বাবু সিরিজ দিয়েই ব্যাপক জনপ্রিয় হয়েছেন অনির্বাণ চক্রবর্তী। তুখোড় বুদ্ধি আর হাস্যরসে ভরা চরিত্রটি ভীষণ পছন্দ করেছে দর্শক। যদিও এর সম্পূর্ণ কৃতিত্ব অনির্বাণ একা নিতে চান না। তাঁর কথায়, ‘এটা একটা টিমওয়ার্ক।’ সিরিজটির চরিত্র বদলায়, এমনকি পরিচালকও বদলেছে। তবে তিনজন লোক শুরু থেকেই রয়েছেন। অনির্বাণ জানালেন, ‘এই সিরিজে আমরা তিনজন সব সময় থেকে গিয়েছি—আমি, সুজন ও পদ্মনাভ দাশগুপ্ত, যিনি স্ক্রিপ্ট লিখেছেন। সময়ের সঙ্গে সঙ্গে পরিচালক বদলেছেন, ছবির অন্যান্য চরিত্ররাও বদলেছে। কিন্তু আমরা তিনজন এক থেকে গিয়েছি। এটা খুব বড় পাওয়া আমাদের জন্য।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ