Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

হঠাৎ ঝড়ে লন্ডভন্ড মাদ্রাসা খোলা জায়গায় পাঠদান

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

হঠাৎ ঝড়ে লন্ডভন্ড মাদ্রাসা খোলা জায়গায় পাঠদান

ঝড়ের তাণ্ডবে কুমিল্লার নাঙ্গলকোটে বটতলী ইউনিয়নের কাশিপুর নেছারিয়া বালিকা দাখিল মাদ্রাসার পাঁচ কক্ষের টিনশেড ঘর লন্ডভন্ড হয়ে যাওয়ায় পাঠদান চলছে খোলা জায়গায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিপুর নেছারিয়া বালিকা দাখিল মাদ্রাসায় ৩৫০ শিক্ষার্থী রয়েছে। ২১ জন অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। গত ১৯ মে ঝড়ে ঘরটি ভেঙে পড়ায় পাঠদানে হিমশিম খেতে হচ্ছে। ইবতেদায়ি ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন মাদ্রাসা সুপার শরীফ মো. বেলাল হোসেন।

মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও মাদ্রাসা সুপার শরীফ মো. বেলাল হোসেন বলেন, ১৯৮৪ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। এটি ২০০৪ সালে এমপিওভুক্ত হয়। ২১ বছর দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করে প্রায় ১৫ বছরই জিপিএ ৫সহ শতভাগ শিক্ষার্থী ভালো ফলাফল করে আসছে। এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগিতায় ২০১৮ সালে ১৭ লাখ টাকা ব্যয়ে ৪ তলা ফাউন্ডেশনের একতলা ভবন নির্মাণকাজ সম্পন্ন করা হয়। পরবর্তী সময়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সার্বিক সহযোগিতায় সাড়ে ৩ লাখ টাকা বরাদ্দ পাওয়ায় এবং অন্য তহবিল থেকে মোট ৯ লাখ টাকা ব্যয়ে দোতলার নির্মাণকাজ করা হয়। বর্তমানে ভবনটির তৃতীয় তলার নির্মাণকাজ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

বেলাল হোসেন আরও বলেন, মাদ্রাসাটি নতুন একটি ভবন বরাদ্দ পেয়েছে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান কী কারণে কাজটি করছে না তা তিনি জানেন না। যদি ঠিকাদার যথা সময়ে কাজটি করতেন, তাহলে আজকে শিক্ষার্থীদের লেখাপড়া এভাবে খোলা জায়গায় করতে হতো না।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ