খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেওয়ায় তবলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জামাল উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ূন মোরশেদ খান ও সাধারণ সম্পাদক সুবাস চাকমা।
এদিকে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তবলছড়ি ইউপিতে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নূর মোহাম্মদকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। একই ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে অংশ নিচ্ছেন বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া।
দলীয় সূত্রে জানা যায়, দলীয় প্রার্থী থাকতেও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জামাল উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। দলের ঘোষণা অনুযায়ী তাঁদের অব্যাহতি ও সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার দেওয়ার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কাছে চিঠি প্রেরণ করা হয়েছে।
আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের তবলছড়ি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।