আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় গতকাল শনিবার পর্যন্ত ১৩ হাজার ১০৪ জন শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে গতকাল পর্যন্ত উপজেলার স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ফাইজারের প্রথম ডোজ টিকা দেওয়া হয়। এতে স্কুল ও কলেজ মিলে লক্ষ্যমাত্রা ছিল ১৫ হাজার ২ জন। অর্জন হয় ১৩ হাজার ১০৪ জন। আর বাদ পড়া শিক্ষার্থীদের আজ রোববার থেকে নির্ধারিত টিকাদান কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে।
উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজের আইসিটি ভবনের একটি কক্ষে অস্থায়ী গণটিকাকেন্দ্র স্থাপন করা হয়েছে।
গতকাল টিকা নেওয়ার পর শ্রীকর্ণদিঘী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সাথী সুলতানা বলে, ‘দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে তারপর টিকা নিতে পেরেছি। ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকতে কষ্ট হলেও সেটি মেনে নিয়েছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম হাবিবুল হাসান বলেন, ‘আমরা চাচ্ছি যে বিদ্যালয়গুলো তাঁর স্বাভাবিক পরিবেশে ফিরে আসুক। এ জন্য শতভাগ শিক্ষার্থীদের টিকা কার্যক্রম সফল করার চেষ্টা করছি।’