মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দুই শিক্ষার্থীকে ৫০০ টাকা করে জরিমানা ও সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার সন্ধ্যায় বিপ্রজিৎ সাহা (১৮) ও মো. সাব্বির হোসেনকে (২০) এই শাস্তি দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান। সাজাপ্রাপ্ত দুজনই স্থানীয় একটি কলেজের ছাত্র।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান বলেন, এ সি লাহা উচ্চ বিদ্যালয়সংলগ্ন মাঠে প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে দুই যুবককে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা ও কারাদণ্ড দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে নিষিদ্ধ পলিথিনের মোড়কে পণ্য বাজারজাত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আলী হাসান। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রসিকিউশন অফিসার মো. সরোয়ার আলম তাঁর সঙ্গে ছিলেন।
মোরেলগঞ্জ সদর বাজারের বিসমিল্লাহ পোলট্রি ফিড, জয়গুরু ভান্ডার, কার্তিক স্টোর, সাজু ভান্ডার, ভাই ভাই ভান্ডার, গৌতম স্টোর ও নাসির স্টোরের মালিককে এই জরিমানা করা হয়।
সহকারী কমিশনার বলেন, বাজারজাত পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে নিষিদ্ধ পলিথিনের মোড়ক ব্যবহার করার অপরাধে সাতজন ব্যবসায়ীকে প্রাথমিক পর্যায়ে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরে এই ধরনের অপরাধ করলে জরিমানাসহ কারাদণ্ডও দেওয়া হবে।