বাগমারা উপজেলা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে গত শনিবার রাতে ঢাকার ধামরাই এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণের পাঁচ দিন পর উদ্ধার করা হলো তাকে।
এ সময় অপহরণে অভিযুক্ত যুবক আশিকুর রহমান সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি বাগমারার দেউলিয়া গ্রামে।
পুলিশ জানায়, ২৩ মে বাগমারার একটি গ্রাম থেকে ওই স্কুলছাত্রীকে (১৬) অপহরণ করা হয়। অপহরণের ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে বাগমারা থানায় অপহরণের একটি মামলা করেন। উদ্ধার হওয়া ওই ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, ছাত্রীর বাবার দায়ের করা মামলায় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।