Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

চার লেনে উন্নীত হচ্ছে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়ক

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চার লেনে উন্নীত হচ্ছে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়ক

দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগব্যবস্থা আরও গতিশীল করার জন্য হাজীগঞ্জ-রামগঞ্জ ২০ কিলোমিটার সড়ক ৪ লেনে উন্নীত হচ্ছে। গত কয়েক দিন ৪ লেনে রূপান্তরে ঢাকার নুরুজ্জামান ইঞ্জিনিয়ারিং সার্ভে কাজ চালিয়ে যাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, গত এক সপ্তাহ ধরে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের চাঁদপুর অংশের ১০ কিলোমিটার সড়কে দুই ভাগে ১২ জন অডিট কাজে নিয়োজিত রয়েছে। সড়কের গতিপথ, সড়কের দুই পাশের দোকানপাট, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ডিজিটাল মেশিনে সার্ভে করছেন নিয়োজিত কর্মকর্তারা। ১০ কিলোমিটার কাজ শেষ করতে তাদের সময় লাগবে প্রায় দুই সপ্তাহ।

১৯৯৬ সালে হাজীগঞ্জ-রামগঞ্জ ২০ কিলোমিটার সড়ক বাস্তবায়নের পর থেকে দেশের দক্ষিণ-উত্তর অঞ্চলের যানবাহনের সংখ্যা বেড়ে যায়। আর এতে বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনাসহ যানবাহন চলাচলে যানজট বেড়ে যায়। বাইপাস সড়ক হিসেবে পরিচিতি লাভ করায় নিরাপদ যানবাহনের কথা চিন্তা করে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগ চার লেনে রূপান্তর করার জন্য সরকারের কাছে প্রস্তাবনা পাঠান।

সড়কে কর্মরত সার্ভেয়ার প্রধান আলমগীর হোসেন বলেন, ‘হাজীগঞ্জ-রামগঞ্জ ২০ কিলোমিটার সড়ক চার লেনে রূপান্তর হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করে আসছি। আমরা সার্ভের প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার পর তা পরবর্তী সময়ে সরকার জমি অধিগ্রহণসহ বাকি কাজ বাস্তবায়ন করবে।’

সড়ক ও জনপথ বিভাগের হাজীগঞ্জ সার্কেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ‘সার্ভে প্রতিবেদন সড়ক ও জনপথ বিভাগে জমা দেওয়ার পর তা পরবর্তী সময়ে সেতু মন্ত্রণালয়ে পাঠানো হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ