Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সিলেটে ফারুকের আয় বেড়েছে, স্বপনের ব্যাংকঋণ

সিলেট প্রতিনিধি

সিলেটে ফারুকের আয় বেড়েছে, স্বপনের ব্যাংকঋণ

দ্বিতীয় ধাপে সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনের ভোট ২১ মে। এতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ ফারুক আহমদ এবং জেলা বিএনপির বহিষ্কৃত কোষাধ্যক্ষ শাহ আলম স্বপন। গত ৫ বছরে এ দুই প্রার্থীর হলফনামায় এসেছে অনেক পরিবর্তন। এ সময়ে ফারুকের আয় বেড়েছে প্রায় ৩০ গুণ। তাঁর প্রতিদ্বন্দ্বী স্বপনের ব্যাংকঋণ বেড়েছে ১ কোটি ৪০ লাখ টাকা।

বর্তমান চেয়ারম্যান ফারুক আহমদ ৫ বছর আগে ব্যবসায়ী ছিলেন। এ বছর হলফনামায় পেশা উল্লেখ করেছেন উপজেলা চেয়ারম্যান পদে কর্মরত। শেয়ার ও চাকরি থেকে তাঁর বছরে আয় ৪৪ লাখ ৮০ হাজার টাকা। নির্ভরশীলদের আয় ২০ লাখ টাকা। ৫ বছর আগে এ আওয়ামী লীগ নেতার বার্ষিক আয় ছিল ১ লাখ ৫০ হাজার টাকা, নির্ভরশীলদের ২ লাখ ৬০ হাজার টাকা। 

৫ বছরে ফারুকের অস্থাবর সম্পদ বেড়েছে প্রায় ১১ গুণ। বর্তমানে তাঁর অস্থাবর সম্পদ ৪৪ লাখ ২০ হাজার টাকা ও স্ত্রীর ১০ ভরি স্বর্ণ। আগে ছিল ৪ লাখ ১৫ হাজার টাকা ও স্ত্রীর অলংকারাদি ৭০ হাজার টাকা। তবে এই ৫ বছরে কমেছে স্থাবর সম্পদ। তাঁর বর্তমান স্থাবর সম্পদ ১৯ হাজার ও নির্ভরশীলদের ৩৩ হাজার টাকা, যা আগে ছিল ৭ লাখ ১৯ হাজার টাকা ও নির্ভরশীলদের ৩৩ হাজার টাকা। 

ফারুকের প্রতিদ্বন্দ্বী স্বপন চারটি মামলার আসামি। তাঁর বার্ষিক আয় ৫৬ হাজার টাকা বেড়েছে। ব্যবসা থেকে তাঁর বছরে আয় ৩ লাখ ৮০ হাজার টাকা ও নির্ভরশীলদের আয় ৫০ হাজার টাকা। তিনি ৫ বছর আগে চাকরি থেকে বছরে ৩ লাখ ২৪ হাজার টাকা ও পরিবারের বাড়ি থেকে ৩০ হাজার টাকা আয় করতেন। অস্থাবর সম্পদের মধ্যে নিজ নামে ১৮ লাখ ও স্ত্রীর ২ লাখ টাকার অলংকারাদি এবং নির্ভরশীলদের ২ লাখ টাকা আছে। স্থাবর সম্পদ ৩৬ লাখ ৪৬ হাজার টাকা, যা আগে ছিল ৩৬ লাখ ৭৬ হাজার। 

বহিষ্কৃত বিএনপির নেতা স্বপনের ব্যাংকঋণ ৫ কোটি ৩৯ লাখ ৭১ হাজার ৪৯৩ টাকা, যা আগে ছিল ৩ কোটি ৯৯ লাখ ৬১ হাজার ১৩৭ টাকা। অর্থাৎ ৫ বছরে তাঁর ব্যাংকঋণ বেড়েছে ১ কোটি ৪০ লাখ টাকার কিছু বেশি।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ