রয়টার্স, দ্য হেগ
নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা ‘গণহত্যার’ বিচারের পরবর্তী শুনানি ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে।
এতে মিয়ানমার সরকারের পক্ষে ক্ষমতাচ্যুত স্টেট কাউন্সিলর অং সান সু চির পরবর্তী নতুন প্রতিনিধি নিয়োগ দিয়েছে মিয়ানমার। মামলার বাদীপক্ষ আফ্রিকার দেশ গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল গতকাল এ তথ্য জানিয়েছেন। তবে নতুন প্রতিনিধির নাম জানা যায়নি।
করোনার কারণে এবারের শুনানি হবে হাইব্রিড। অর্থাৎ, কিছু লোক সরাসরি আর কিছু লোক ভার্চুয়ালি শুনানিতে অংশ নেবেন।
২০১৯ সালে ওই মামলার শুনানিতে মিয়ানমার সরকারের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সু চি।