নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে আবার শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে দিনে সূর্যের আলো দেখা গেলেও বেড়ে গেছে শীতের তীব্রতা। গতকাল সোমবার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯ ডিগ্রি সেলসিয়াস, যা মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে প্রবাহিত হচ্ছে।
আবহাওয়া অফিস জানায়, গত শুক্রবার ও শনিবার বৃষ্টিপাতের পর এ অঞ্চলে তাপমাত্রা কমতে থাকে, যা গতকাল মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে বয়ে যাচ্ছে।
শহরের কালীবাড়ির ষাটোর্ধ্ব রিকশাচালক মহির আলী বলেন, ‘বৃষ্টির কারণে শুক্র ও শনিবার কোনো আয়-রোজগার হয়নি। কিন্তু সোমবার আবার হাড়কাঁপানো ঠান্ডায় লোকজনের চলাচল কমে গেছে। দু-এক দিন এমন অবস্থা চললে আয়-রোজগারের অভাবে সংসারে চালানো কষ্টকর হয়ে পড়বে।’
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ মো. লোকমান হোসেন জানান, সোমবার থেকে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে, যা আগামী এক-দুই দিনে তাপমাত্রা আরও কমে গিয়ে শৈত্যপ্রবাহটি মাঝারি আকারে বয়ে যেতে পারে। ৯ ফেব্রুয়ারির পর তাপমাত্রা বাড়তে পারে।