Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

শয্যা নেই, ঠাঁই বারান্দায়

রাশেদুজ্জামান, মেহেরপুর

শয্যা নেই, ঠাঁই বারান্দায়

এক মাসের ব্যবধানে আবারও মেহেরপুরে বেড়েছে ডায়রিয়ার রোগী। মেহেরপুর জেনারেল হাসপাতালের ওয়ার্ডে জায়গার সংকুলান না হওয়ায় অনেকের ঠাঁই হয়েছে বারান্দায়। রোগীর চাপ বাড়ায় হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে বাড়ানো হয়েছে নার্সের সংখ্যা। দেওয়া হয়েছে একজন সার্বক্ষণিক চিকিৎসক। জানা গেছে, আক্রান্তদের বেশির ভাগই পৌর এলাকার বাসিন্দা।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আইসিডিডিআরবির মাধ্যমে হাসপাতালে ভর্তি ২৭ জন রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ১৭ জনের পাওয়া গেছে ই-কলাই নামের কলেরার জীবাণু, যা পানির মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। হাসপাতালের তথ্য বলছে, ১৮ মে থেকে হাসপাতালে বাড়তে থাকে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। এদিন ভর্তি হয় ২২ জন। এরপর থেকেই প্রতিনিয়তই বাড়ছে রোগী। গত সোমবার হাসপাতালে সর্বোচ্চ ১০৮ জন ভর্তি হয়। গতকাল বুধবার হাসপাতালে ভর্তি হয়েছে ৭৮ জন, আর ভর্তি আছে ১১২ জন।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত আট দিনে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ৪৩৭ জন। গতকাল সকাল পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছে ৯২ জন।

এদিকে, এক সপ্তাহ ধরে ডায়রিয়া ওয়ার্ডের ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অতিরিক্ত রোগীর চাপে ওয়ার্ডে বাড়ানো হয়েছে নার্সের সংখ্যা। সার্বক্ষণিক একজন চিকিৎসক রোগীদের সেবা দিচ্ছেন। পুরো তিনতলা ওয়ার্ডে জায়গার সংকুলান না হওয়ায় অনেকের ঠাঁই হয়েছে বারান্দায়। এককথায়, গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের।

শহরের দিঘীরপাড়ার বাসিন্দা সুরুজ মিয়া বলেন, ‘মঙ্গলবার রাত থেকে পাতলা পায়খানা শুরু হয়। বাড়িতে স্যালাইন এবং ওষুধ খেয়ে সুস্থ হওয়ার চেষ্টা করেছি। সুস্থ হতে না পেরে সকালে এসে হাসপাতালে ভর্তি হয়েছি। শয্যা না থাকায় কোনোরকমে বারান্দায় থেকে গাদাগাদি চিকিৎসা নিতে হচ্ছে। এতে আমার সঙ্গে থাকা মানুষও অসুস্থ হয়ে পড়ছে।’

বেড়পাড়ার বাসিন্দা নছর আলী বলেন, ‘মঙ্গলবার ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার দুই দিন আগেও আমিসহ বাড়ির বেশ কয়েকজন সদস্য ডায়রিয়ায় আক্রান্ত হই। অন্যরা বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হলেও আমাকে মঙ্গলবার দুপুরে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হচ্ছে।’ হাসপাতাল থেকেই বেশির ভাগ ওষুধ মিলছে বলে জানান নছর।

বোসপাড়ার বাসিন্দা জলিল হোসেন বলেন, ‘আমার এলাকায় অনেকেই ডায়রিয়ায় আক্রান্ত। কেউ কেউ হাসপাতালে আসছে। আবার অনেকেই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছে।’

ডায়রিয়া ওয়ার্ডের ইনচার্জ নার্স নিপু আক্তার বলেন, ‘ডায়রিয়া ওয়ার্ডে এমন রোগীর চাপ আগে কখনোই দেখিনি। প্রতিনিয়তই বাড়ছে রোগীর সংখ্যা। আগে এক সপ্তাহের মধ্যে রোগী কমতে শুরু করত, এখন উল্টো। এক সপ্তাহ অতিবাহিত হলেও বাড়ছে রোগী। এখন পর্যন্ত রোগী কমার কোনো লক্ষণ নেই। আমরা সাধ্যমতো চেষ্টা করছি রোগীদের সেবা দিতে। নার্সের সংখ্যাও বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত কলেরার স্যালাইন থেকে শুরু করে বেশির ভাগই ওষুধ হাসপাতাল থেকে সরবরাহ করা হচ্ছে। আক্রান্তদের মধ্যে বেশির ভাগই শহরের মানুষ।’

মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. হাসিবুস সাত্তার বলেন, ‘সাধারণত গরমের এ সময়ে ডায়রিয়া রোগী কিছুটা বাড়তে থাকে। কিন্তু এত ব্যাপক হারে নয়। কিছুদিন আগেও মেহেরপুরে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ে। সাধারণত ডায়রিয়ার এমন পরিস্থিতি একটি গেলে আরও একটি আসতে ৬-৭ মাস সময় লাগে। কিন্তু এক মাস না যেতেই আবারও ডায়রিয়া ফিরে আসায় উদ্বিগ্ন আমরা। কয়েক দিন আগে ৪ হাজার কলেরার স্যালাইন আমরা স্বাস্থ্য বিভাগ থেকে এনেছি। তা দিয়ে এখন চিকিৎসা দিচ্ছি। কিন্তু এভাবে রোগী বাড়তে থাকলে অন্য ওষুধ কিনতে পারব না। তখন অন্তর্বিভাগ ও বহির্বিভাগের রোগীদের ওপর চাপ বাড়বে ওষুধের। তবে আইসিডিডিআরবি রোগীদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করেছে। এতে কলেরার জীবাণু পাওয়া গেছে, যা পানির মাধ্যমে ছড়ায়। কোন এলাকার পানিতে এ জীবাণু রয়েছে, তা এখনো নিশ্চিত নয়।’ রোগীদের বেশির ভাগই শহরের বাসিন্দা, জানান হাসিবুস সাত্তার।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ