মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপনে চাঁদপুরের মতলব দক্ষিণে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এসব অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে সবার উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উদ্যাপন কমিটির আহ্বায়ক ফাহমিদা হক।
কর্মসূচির মধ্যে রয়েছে-গতকাল ও আজ বৃহস্পতিবার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন, আজ ১৬ ডিসেম্বর সকালে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা, সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, দীপ্ত বাংলা পাদদেশে পুষ্পস্তবক অর্পণ, মতলব নিউ হোস্টেল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা, বিএনসিসি, পুলিশ, আনসার, ভিডিপি ও উপজেলা শিক্ষাপ্রতিষ্ঠানের কুচকাওয়াজ পরিদর্শন, ক্রীড়া প্রতিযোগিতা, উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাধীনতাযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সংবর্ধনাসহ দিনব্যাপী একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।