রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক/লেভেল-১–এর সমন্বিত ভর্তিপরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
গত বৃহস্পতিবার রাত ১১টায় কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও চুয়েট পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়।
এতে ‘ক’ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) গ্রুপে মেধাক্রম ১৪ হাজার ৯৮৯ পর্যন্ত এবং ‘খ’ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) গ্রুপে মেধাক্রম ১ হাজার ৬৫৬ পর্যন্ত মেধাতালিকা প্রকাশ করা হয়।
চুয়েটের ভর্তি কার্যক্রম ৫ ডিসেম্বর থেকে শুরু হবে বলে জানানো হয়।
উল্লেখ্য, ১৩ নভেম্বর সমন্বিত ভর্তি পরীক্ষায় 'ক' গ্রুপে মোট ২২ হাজার ৬১০ জন এবং 'খ' গ্রুপে ৩ হাজার ৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।