হোম > ছাপা সংস্করণ

সংঘাতের শঙ্কা নিয়ে কাল ভোট

আজকের পত্রিকা ডেস্ক

সহিংসতার শঙ্কা ও নানামুখী অভিযোগ নিয়ে আগামীকাল বুধবার চাঁদপুরের ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলার ২৫টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচন ঘিরে উত্তেজনা কোনো অংশেই কম নয়। কারণ, প্রচারণার সময় প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, প্রার্থীর ওপর হামলা ও প্রচারণায় বাধা দেওয়ার মতো অসংখ্য ঘটনা ঘটেছে। এদিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ইতিমধ্যে নানা প্রস্তুতির কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার ২ নম্বর বালিথুবা পূর্ব ইউপিতে এক নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। আবার আনারস প্রতীকের প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর, নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান, সাউন্ড সিস্টেম, জেনারেটরসহ বেশ কিছু সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ রয়েছে ওই ইউপির অপর প্রার্থীদের মধ্যে। এ ছাড়া ২৮ ডিসেম্বর উপজেলার ১৬ নম্বর রূপসা দক্ষিণ ইউপির গৃদকালিন্দিয়া বাজারে নৌকা প্রতীকের প্রার্থী মো. শরীফ খানের কর্মী সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদির খোকনের কর্মী-সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১৫ জন নেতা-কর্মী গুরুতর আহত হওয়া ছাড়াও প্রায় ৩০টি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

এদিকে উপজেলার ৯ নম্বর গোবিন্দপুর উত্তর ইউপিতে চশমা প্রতীকের প্রার্থী মো. শাহ আলম শেখের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আবার একই ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী সোহেল চৌধুরীর নির্বাচনী কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ উঠেছে অপর প্রার্থীর বিরুদ্ধে। উত্তেজনাকর এই পরিস্থিতিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সাধারণ ভোটাররা সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা দেখছেন।

এই নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউপিতে চেয়ারম্যান পদে ৭৩ জন, সাধারণ সদস্যপদে ৪৯৬ জন এবং সংরক্ষিত মহিলা সদস্যপদে ১২৪ জনসহ মোট ৬৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৪৮টি কেন্দ্র ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ। উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান জানান, এ উপজেলার ১৩ ইউপিতে ১২২টি ভোটকেন্দ্রে ৭৭২টি স্থায়ী ভোট কক্ষে ও ১৫১টি অস্থায়ী ভোট কক্ষে ভোট গ্রহণ হবে। ইতিমধ্যে এসব কেন্দ্রে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যালট পেপার, ভোট বাক্সসহ প্রয়োজনীয় সামগ্রী পাঠানোর প্রক্রিয়া চলছে।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি বলেন, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতি কেন্দ্রে ১৭ জন আনসার ভিডিপি সদস্য এবং কোনো কেন্দ্রে ৫ জন আবার কোনো কেন্দ্রে ৩ জন পুলিশ সদস্যসহ প্রতিটি ইউনিয়নে ৩ কেন্দ্রের জন্য একটি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভ্রাম্যমাণ দল ও প্রতিটি ইউনিয়নের জন্য একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি করে স্ট্রাইকিং ফোর্স টহলরত থাকবে।

এদিকে কচুয়া উপজেলার ১২টি ইউপিতে নির্বাচন হবে আগামীকাল। ১৩০টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ইতিমধ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিক জানান-এ উপজেলার ১১টি ইউপিতে চেয়ারম্যান পদে ৬৬ জন, সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে ১২০ ও সাধারণ সদস্য পদে ৫১৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

অধিকাংশ ইউপিতে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থীর সংখ্যা তিন থেকে চারজন। স্বতন্ত্র হিসেবে বিএনপির দুইটি ইউপিতে প্রার্থী থাকলেও তারা মূল প্রতিদ্বন্দ্বিতায় নেই। কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবদুস ছালাম সওদাগর ব্যতীত অন্য ৮ প্রার্থীর সকলেই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

কচুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ ও কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান-নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিক জানান, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। যথা সময়ে নির্বাচনী মালামাল কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর জন্য প্রস্তুত রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন