কেক কেটে আজকের পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু করছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এমন সময় সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলে ওঠেন, ‘শুভ শুভ শুভদিন, আজকের পত্রিকার জন্মদিন।’ তাঁর সঙ্গে সুর মেলান অন্য অতিথিরাও। উৎসব-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল সোমবার এভাবেই চট্টগ্রাম কার্যালয়ে উদ্যাপন করা হলো আজকের পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। শুভেচ্ছা জানাতে এসে অতিথিরা বলেছেন, এক বছরেই পাঠকের আস্থা ও বিশ্বাস অর্জন করে নিয়েছে আজকের পত্রিকা। একদিন এই পত্রিকা সারা দেশের মানুষের মুখপত্র হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আজকের পত্রিকা প্রথম বছরে দারুণ করেছে। এখন বাংলাদেশে অনেক পত্রিকা। আমি আশাবাদী, বস্তুনিষ্ঠতা, সৃজনশীলতার মধ্য দিয়ে পত্রিকাটি একদিন বাংলাদেশের মানুষের মুখপত্র হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘করোনার দুঃসময়ে নতুন চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু করেছিল আজকের পত্রিকা। এর মধ্যেই পত্রিকাটি পাঠকের কাছে গ্রহণযোগ্যতার দিক দিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে। আমি বলব, এটা অসাধ্য সাধন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আজকের পত্রিকা একদিন সবার কথা বলবে।’
অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসীন কাজী প্রমুখ।
ফুল দিয়ে শুভেচ্ছা জানান পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আলী হোসেন, নগর ট্রাফিক পুলিশের উপকমিশনার (উত্তর) জয়নুল আবেদীন, জিপিএইচ ইস্পাত লিমিটেডের মিডিয়া উপদেষ্টা অভীক ওসমান এবং এসএ গ্রুপের সহকারী ব্যবস্থাপক (ব্র্যান্ড) মইন উদ্দিন।
এ ছাড়া নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি, বারভিডার সদস্য খোরশেদ আলম, সিভয়েস ২৪ ডটকমের হেড অব নিউজ আলম দিদার, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম শুভেচ্ছা জানান। পাশাপাশি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিজিএমইএসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরাও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।