রাজবাড়ীর গোয়ালন্দে ১০০ পুরিয়া হেরোইনসহ মো. রবিলাল শেখ (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে দৌলতদিয়া বাজার এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান এ তথ্য জানান।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম গতকাল দুপুরে দৌলতদিয়া বাজার এলাকায় রবিলালের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর শয়ন কক্ষে স্টিলের আলমারির নিচে পায়ার ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় একটি পলিথিনের পোঁটলায় ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় রবিলালকে।